বোমা তৈরির চেষ্টাকালে বিস্ফোরণ দোয়ারাবাজারে ৪ শিশু আহত।।

0
176

হাবিবুর রহমান নাসির ছাতকঃ

ইউটিউবে বোমা তৈরীর বিষয়টি দেখে ছিলো শিশুরা। আর ওই ভিডিও দেখা থেকে তাদের আগ্রহ জাগে বোমা তৈরীর। আর খেলনার ছলে শিশুরা বোমা বানাতে গিয়ে এ আহত হয়। ঘটনাটি ঘটেছে সোমবার দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে। গ্রামের একটি কালভার্টের উপর শিশুরা বোমা বানানোর বসে। এ সময় তারা ইউটিউবে দেখা বিষয়টি নিয়ে বোমা বানানোর চেষ্টা করে। এতে দুর্ঘটনা ঘটে দূর্ঘটনায় আহত হয় কাঞ্চনপুর গ্রামের আব্দুল আজিজের দুই মেয়ে ছায়মা বেগম (৮), সাইদা বেগম (১০) ও একই গ্রামের কর্ণেল মিয়ার ছেলে আরিফ মিয়া (১০) ও গৌছ আলীর মেয়ে নোহা বেগম (৮) আহত হয়েছে।আহতদের সোমবার বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সুত্রে জানা যায়, কাঞ্চনপুর গ্রামের আব্দুল আজিজের বাড়ির সামনে পাকা কালভার্টের উপর বসে সোমবার দুপুরে চার শিশু স্মার্ট ফোনে ইউটিউবে বোমা তৈরির ভিডিও দেখে দেখে তারাও বোমা তৈরির চেষ্টা করে। ভিডিওতে চুনের সাথে পানি মিশিয়ে প্লাষ্টিকের একটি ২৫০ মিঃলিঃ টাইগার ড্রিংকস ও একটি ২৫০ মিঃ লিঃ জুসের প্লাষ্টিকের বোতলের চিপি লাগিয়ে বোমা বানাতে চেষ্টা করে। এসময় একটি ২৫০ মিঃ লিঃ টাইগার ড্রিংকসের প্লাষ্টিকের বোতল গ্যাসের চাপে বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলে চার শিশু আহত হয়। আহত শিশুদের দোহালিয়া কমিউনিটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর ঘটনার সত্যা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে বোতলের কিছু অংশ এবং ইউটিউবের লিংকসহ অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টির তদন্ত হচ্ছে। ##

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here