কানাডার হাই কমিশনার লিলি নিকোলের সঙ্গে শিক্ষা উপমন্ত্রীর সাক্ষাৎ

0
152

খবর৭১ঃ  শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম জনগোষ্ঠী গঠনে কাজের সঙ্গে সম্পৃক্ত দক্ষতা নির্ভর শিক্ষা বিস্তারে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন বাংলাদেশে দক্ষ কর্মী তৈরি করতে বৃত্তিমূলক কাজের সাথে জড়িত ব্যক্তিদের দিয়ে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করা যেতে পারে।

উপমন্ত্রী বলেন দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশেষায়িত বিভিন্ন সংস্থার সঙ্গে যৌথভাবে গবেষণা ও উদ্ভাবনী কাজের নেতৃত্ব দিতে পারে।

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার লিলি নিকোলস আজ শিক্ষা উপমন্ত্রীর সঙ্গে তার সচিবালয়ের দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

উপমন্ত্রী আরো বলেন দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে একাডেমিয়া- শিল্প সংযোগ স্থাপনের কোন বিকল্প নেই।

কানাডার হাই কমিশনার বলেন আন্তর্জাতিক শ্রমবাজারের জন্য প্রশিক্ষিত মানবসম্পদ সৃষ্টিতে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন কানাডার দৃষ্টান্ত অনুসরণ করে বাংলাদেশ দূরশিক্ষণ ও ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করে দক্ষতা ভিত্তিক শিক্ষা বিস্তারে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে পারে।

কর্মমুখী ও দক্ষতা ভিত্তিক শিক্ষা বিস্তারে তার দেশ বাংলাদেশকে বিভিন্ন সহায়তা দিতে পারে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here