পবিত্র জুমাতুল বিদা পালিত

0
306

খবর৭১ঃ আজ মাহে রমজানের শেষ জুমা– পবিত্র জুমাতুল বিদা। আজ মহিমান্বিত রমজান মাসের ২৭তম দিন। রমজানের শেষ জুমা হওয়ায় সারা দেশে এ দিনটিকে বিশেষ গুরুত্ব দিয়ে পালন করা হয়। রোজার শেষ লগ্নে সবচেয়ে উত্তম দিন এ জুমার দিন। দিনটি ইবাদত বন্দেগি ও আজকারের মাধ্যমে পালন করবেন মুসলমানরা।

১৪৪৩ হিজরির শেষ জুমাবার আজ। মুসলিম উম্মাহর কাছে এটি একটি পবিত্র দিন। রমজানের বিদায়ী জুমা আদায় শেষে আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করেন মুসল্লিরা।

সারা বিশ্বের মুসলিমদের জন্যও বিশেষভাবে দোয়া করা হয় এ দিনটিতে। ফিলিস্তিন সিরিয়া ইয়েমেন কাশ্মিরের নির্যাতিত মুসলিমদের সংকটমুক্তি ও কল্যাণ কামনায় আল্লাহর কাছে বিশেষ মুনাজাত করা হবে আজ।

জুমার দিনের মর্যাদা এমনিতেই অনেক বেশি। রমজান মাসের কারণে প্রতিটি জুমার ফজিলত ও তাৎপর্য আরো বেড়ে যায়– এটি বলার অপেক্ষা রাখে না। আর রমজানের শেষভাগের প্রতিটি দিনই স্মরণ করিয়ে দেয় বহুগুণ সওয়াব লাভের সুযোগ চলে যাচ্ছে।

তাই জুমাতুল বিদা তথা রমজানের বিদায় লগ্নের এ বিশেষ দিনে আল্লাহর কাছে প্রাণ উজার করে প্রার্থনায় রত হবেন মুসলিম উম্মাহর প্রতিটি সদস্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here