কৃষ্ণসাগর অঞ্চলে ন্যাটোর বিশেষ বাহিনী গঠনে তুরস্কের ‘না’

0
246

খবর৭১ঃ;গত বছর কৃষ্ণসাগরে অবস্থিত তুরস্কের কৃষ্ণ সাগর অঞ্চলে ন্যাটোর বিশেষ বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র।

তারা তুরস্ক, রোমানিয়া ও বুলগেরিয়াকে নিয়ে এ বাহিনী গঠনের কথা বলেছিল।

তবে সোমবার তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকারের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম হুরিয়েত নিউজপেপার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এ পরিকল্পনায় সায় দেবে না তুরস্ক।

যখন প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকারকে রোমানিয়া ও বুলগেরিয়াকে নিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী গঠনের বিষয়ে জিজ্ঞেস করা হয়,

এর উত্তরে মন্ত্রী বলেন, আমরা রোমানিয়া ও বুলগেরিয়াকে বলেছি তাড়াহুড়া করে যেন কোনো সিদ্ধান্ত না নেওয়া হয়।

গণমাধ্যম হুরিয়েত জানিয়েছে, মন্ত্রী যে কূটনৈতিক উত্তর দিয়েছেন, তাতে এটি স্পষ্ট হয়ে ওঠেছে যে, এমন বিশেষ বাহিনী গঠনে তুরস্কের কোনো আগ্রহ নেই।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীর এমন মন্তব্য বুঝিয়েছে, তুরস্ক চায় না কৃষ্ণসাগর অঞ্চলটি রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মধ্যে দ্বন্দ্বের ও সংঘাতের একটি স্থান হয়ে উঠুক। বিশেষ করে যখন রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here