সৈয়দপুরে বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ

0
294

সৈয়দপুর প্রতিনিধি :
নীলফামারীর সৈয়দপুরে বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি কক্ষে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন।

এতে অভিভাবক আব্দুস সাত্তারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য বলেন বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মালেক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক নাহিদা জাহান, কমল চন্দ্র সরকার প্রমূখ। অনুষ্ঠানে বোতলাগাড়ী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. রফিকুল ইসলামসহ শিক্ষক ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি’র বক্তব্যে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন বলেন, আজকের শিশুরাই আগামীদিনের ভবিষ্যৎ। আগামীতে তারাই দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে। তাই বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। শিশু শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে। সরকার সকল শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি দিচ্ছে জানিয়ে তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড,তাই শিক্ষার কোন বিকল্প নেই। আর প্রাতিষ্ঠানিক শিক্ষার মূল ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা। তাই শিশুদের প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করে গড়ে তুলতে হবে। তিনি অভিভাবক উদ্দেশ্যে বলেন, শুধুমাত্র শিশুদের বিদ্যালয়ে পাঠিয়ে দায়িত্ব শেষ করলে হবে না। শিশুদেরকে বাড়িতে লেখাপড়ার বিষয়ে নজরদারি ও খোঁজখবর রাখতে হবে। শিশুদের নিয়মিত বিদ্যালয়ে পাঠিয়ে তাদের লেখাপড়ার বিষয়ে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here