গাইবান্ধায় ইউপি সদস্য হত্যার অভিযোগে যুবক গ্রেফতার

0
417

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত ওয়ার্ড সদস্য আ: রউফকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি আরিফ মিয়াকে (২৭) গ্রেফতার করছে র‌্যাব। র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযুক্ত আরিফ মিয়া সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মাগুরেরকুটি গ্রামের হায়দার আলীর ছেলে। মাহমুদ বশির আহমেদ জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত আরিফ মিয়া পলাতক ছিল। গত রাতে তাকে প গড়ের বোদা উপজেলার একটি গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এর আগের রাতে নিহত রউফের বড় বোন মমতাজ বেগম বাদী হয়ে আরিফ মিয়াকে প্রধান আসমী করে থানায় হত্যা মামলা করেন। এছাড়া, ৬ থেকে ৭ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। সদর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) আ: রউফ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, লক্ষ্মীপুর ইউপি’র ১ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্যপদে নির্বাচিত হন আ: রউফ। এরপর শুক্রবার রাত ১১টার দিকে প্রতিবেশী রুহুল আমিনের মোটরসাইকেলে লক্ষ্মীপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় আরিফ মিয়া পিঁছন থেকে রউফের ওপর অতর্কিতে হামলা চালান। অবস্থা বেগতিক দেখে পালিয়ে যান আরিফ। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রউফকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নব নির্বাচিত ইউপি সদস্য নিহত আ: রউফ লক্ষ্মীপুর ইউনিয়নের মাগুড়াকুটি গ্রামের মৃত ফজলু হকের ছেলে। তিনি লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের সহকারী শিক্ষক ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here