পারমাণবিক চুক্তি লঙ্ঘন করে ইউরেনিয়াম মজুদ বাড়িয়েছে ইরান

0
258

খবর৭১ঃ পারমাণবিক চুক্তি লঙ্ঘন করে ইউরেনিয়াম মজুদ ফের বাড়িয়েছে ইরান। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা তাদের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বুধবার এএফপির কাছে ওই প্রতিবেদনের অনুলিপি হাতে আসে বলে জানা গেছে।

দ্য ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির (আইএইএ) প্রতিবেদনে দেখা গেছে, ৬ নভেম্বরে ইরানের ইউরেনিয়াম মজুদের পরিমান ছিল ২,৪৮৯ কেজি, যা ২০১৫ সালে বিশ্বশক্তির সঙ্গে হওয়া পারমাণবিক চুক্তির স্পষ্ট লঙ্ঘন।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টম্বরে ৮৪ দশমিক ৩ কেজি মজুদ থাকলেও এখন তা ২০ শতাংশ বাড়িয়ে হয়েছে ১১৩ দশমিক ৮ কেজি।

ইউরেনিয়াম পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহার করা হয়। ইরান পারমাণবিক বোমা তৈরির জন্যই ইউরেনিয়ামের মজুদ বাড়াচ্ছে বলে অভিযোগ করে আসছে বিশ্ব শক্তিধর দেশ। তবে ইরান সবসময় দাবি করছে যে শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য পারমাণবিক কর্মসূচি পরিচালনা করছে তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here