২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে

0
264

খবর৭১ঃ ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। আইসিসির ওয়েবসাইটে বলা হয়েছে, এই বিশ্বকাপ এমন দেশে অনুষ্ঠিত হবে যেখানে পূর্বে কখনো অনুষ্ঠিত হয়নি।

যুক্তরাষ্ট্রের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ থাকবে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক দেশ। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ ছিল।

আইসিসির প্রকাশিত তালিকা অনুযায়ী, আগামী ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। পরের বছর পাকিস্তানের মাটিতে বসবে চ্যাম্পিয়নস ট্রফির আসর।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত-শ্রীলঙ্কা। পরের বছর ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ মিলিতভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।

২০২৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। পরের বছর চ্যাম্পিয়নস ট্রফির আসর বসবে ভারতে।

২০৩০ সালে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড মিলে আয়োজন করবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পরের বছর বাংলাদেশ ও ভারত যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here