বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া, আলোচনায় বাংলাদেশ

0
276

খবর৭১ঃ
শেষ দুই ওভারে দরকার ছিল ২২ রান। শাহিন শাহ আফ্রিদির করা ১৯তম ওভারের তৃতীয় বলে সীমানায় ম্যাথু ওয়েডের ক্যাচ ফেলে পাকিস্তানের চূড়ান্ত সর্বনাশ করলেন সেই হাসান।

জীবন পেয়ে পরের তিন বলে টানা তিন ছক্কায় এক ওভার বাকি থাকতেই ম্যাচ শেষ করে দিলেন ওয়েড।

পাঁচ উইকেটের রোমাঞ্চকর জয়ে পাকিস্তানের স্বপ্নযাত্রা থামিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল অস্ট্রেলিয়া।

আর আগের সেমিফাইনালে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষ দল ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে নিশ্চিত করে নিউজিল্যান্ড।

আগামী রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।

এবার ভাবনা আসতেই পারে – দুই মাস আগেই বাংলাদেশে এসে নাকানিচুবানি খাওয়া দুই দল এখন টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই ফাইনালিস্ট।

সেপ্টেম্বরে মিরপুর শেরেবাংলা গ্রাউন্ডে টাইগারদের বিপক্ষে শোচনীয় পরাজয় বরণ করে গিয়েছিল দুই দল।

বাংলাদেশে এসে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে ৪-১ ব্যবধানে হারে ম্যাথু ওয়েডের অস্ট্রেলিয়া। আর ৩-২ ব্যবধানে হারে নিউজিল্যান্ড।

বিষয়টি নিয়ে নিজেদের ফেসবুক পেজে পোস্ট দিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ব্যাটারদের হারের হতাশার দৃশ্য একই ছবিতে দিয়ে পরিসংখ্যানটি তুলে ধরেছে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইটটি। ক্যাপশনে তারা লিখেছে – টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই ফাইনালিস্টের সর্বশেষ সমাপ্তির সিরিজ। বাংলাদেশের বিপক্ষে দুই দলই হেরেছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here