পাইকগাছায় মুক্তিপণের দাবিতে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

0
241

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় আমিনুল ইসলাম (২১) নামে এক কলেজ ছাত্রকে হত্যা করা হয়েছে। খুন করার পর খুনি নিহত কলেজ ছাত্রের পিতার কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। খুন করার ১৭ ঘন্টার মধ্যে পুলিশ আসামী ফয়সাল সরদার (২২) কে গ্রেফতার করলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টায়) নিহতের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। আসামী গ্রেফতার এবং লাশ উদ্ধার অভিযানে নেতৃত্বদেন থানার ওসি মোঃ জিয়াউর রহমান। থানা পুলিশের এ কর্মকর্তা জানান, মটবাটী গ্রামের জিল্লুর সরদারের ছেলে আসামী ফয়সাল সরদার রোববার রাত ৯টার দিকে বিরাশী গ্রামের সুরমান গাজীর ছেলে কলেজ ছাত্র আমিনুল ইসলামকে আগড়ঘাটা বাজার সংলগ্ন কপোতাক্ষ নদের ধারে কুপিয়ে হত্যা করে। পরে তার মৃতদেহ টেনে নিয়ে কপোতাক্ষ নদে ভাসিয়ে দেয়। এরপর সোমবার সকালে ফয়সাল নিহত আমিনুলের পিতার কাছে মুক্তিপণ হিসেবে ১৫ লাখ টাকা দাবী করে। বিষয়টি জানতে পেরে ওসি নিজেই বিষয়টি পর্যবেক্ষন করি। তথ্য প্রযুক্তির সহায়তায় একপর্যায়ে দুপুর ২টার দিকে কাটাখালীর আশপাশ এলাকা থেকে ফয়সালকে গ্রেফতার করি। গ্রেফতার করার পর হত্যার বিষয়টি স্বীকার করে খুনের বর্ণনা দেয়। তার বর্ণনা অনুযায়ী কপোতাক্ষের পাড়ে গিয়ে জমাট বাঁধা রক্ত পাওয়া যায়। সন্ধ্যা ৭টা পর্যন্ত নিহতের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি, তবে পুলিশের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে থানার ওসি জিয়াউর রহমান জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here