সারা বিশ্ব নাইজারে শ্রেণিকক্ষে আগুনে পুড়ে ২৬ শিশুর মৃত্যু By Sanjida Akter Munni - November 9, 2021 9:40 am 0 436 Share on Facebook Tweet on Twitter খবর৭১ঃ নাইজারের মারাদি শহরে একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আগুন লেগে ২৬ শিক্ষার্থী নিহত হয়েছে। তাদের বয়স ৫ থেকে ৬ বছরের মধ্যে। দগ্ধ হয়েছেন ১৩ জন; যাদের চারজনের অবস্থা আশঙ্কাজনক। খবর এনডিটিভি ও ডেইলি সাবাহর।