করোনায় আরও সাড়ে ৭ হাজার মৃত্যু, শনাক্ত ৫ লাখ

0
243

খবর৭১ঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও সাড়ে সাত হাজার মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় পাঁচ লাখ মানুষ।

করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থ হয়ে ওঠাদের হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স সূত্রে এই তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটার্স অনুযায়ী গত একদিনে বিশ্বজুড়ে মারা গেছেন ৭ হাজার ৫৫৭ জন। আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯৯ হাজার ৯৬১ জন।

করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ায়। দৈনিক সংক্রমণেও অবশ্য এ দিন বিশ্বের দেশসমূহের মধ্যে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে মারা গেছেন ১ হাজার ২২৫ করোনা রোগী। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৬২৬ জন।

রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৯২ জন এবং এ রোগে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৭৩৫ জন।

এছাড়া জার্মানিতে নতুন আক্রান্ত ৩৫ হাজার ৮০৬, মৃত্যু ১৭৮, যুক্তরাজ্য নতুন আক্রান্ত ৩৪ হাজার ২৯, মৃত্যু ১৯৩, তুরস্কে নতুন আক্রান্ত ২৮ হাজার ১৯৩, ১৯৮ জনের মৃত্যু হয়েছে।

বিশ্বজুড়ে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ কোটি ৮৫ লাখ ৯৭ হাজার ১০৯ জন। তাদের মধ্যে মৃদু উপসর্গ বহন করছেন ১ কোটি ৮৫ লাখ ২১ হাজার ১৮৫ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৭৫ হাজার ৯২৪ জন।

শুক্রবার অবশ্য বিশ্বে করোনা থেকে ‍সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৫২ হাজার ১৮২ জন, তবে এই সংখ্যা আগের দিনের চেয়ে কম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here