দুঃশ্চিন্তায় সবজি ও মৎস্য চাষিরা লক্ষ্মীপুরে টানা বৃষ্টিতে জনজীবন স্থবির!

0
165

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
মৌসুমি আবহাওয়া ও টানা বৃষ্টিতে লক্ষ্মীপুরে জনজীবন বিপর্যস্ত। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষ। এ কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে।

মঙ্গলবার আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিনাঞ্চলসহ সারাদেশে আগামী ৭২ ঘণ্টা গুড়ি গুড়ি বৃষ্টি হবে। এছাড়াও কখনও কখনও দমকা বাতাসসহ বৃষ্টি হতে পারে। সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

টানা বৃষ্টির কারণে যানবাহন চলাচলে যেমনি বিঘ্ন ঘটেছে তেমনি ইলেকট্রিসিটির লুকোচুরিতে ঘরে ঘরে অন্ধকার। এতে করে পড়ালেখায় নানা সমস্যা সৃষ্টি হচ্ছে।

এদিকে, বৃষ্টিতে আমন ধান ও শাক সবজী হুমকির মুখে। কারন আগাম শাকসবজি আবাদের কারণে কৃষকদের চরম খেসারত দিতে হচ্ছে। জেলা সদর, রামগতি, কলমগর রায়পুর, রামগঞ্জ উপজেলার নিচু জমিগুলোতে মৎস্য চাষ করা হয়েছে।

এদিকে, বৃষ্টির কারণে লক্ষ্মীপুরসহ পাশের জেলার ফসলের মাঠে আগাম শাক-সবজী চাষে চরম দুর্ভোগে পড়েছে চাষিরা। বিষয়টি নিশ্চিত করেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোঃ বেল্লাল হোসেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, প্রায় ৬ হাজার হেক্টর জমিতে আগাম সবজী বীজ বুনেছে চাষিরা। টানা বৃষ্টির কারণে সবজী বীজ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

অন্যদিকে মৎস্য চাষীরা টানা বৃষ্টির কারণে নেট জাল দিয়েও কোনো উপকার পাচ্ছি না। মৎস্য ঘের প্রজেক্ট কিবা পুকুর ডুবে মাছ বাহিরে চলে যাচ্ছে। তাই চাষিরা এখন দুশ্চিন্তা আছে। ধান চাষীদেরও কিছু কিছু এলাকায় ধান গাছ ডুবে গেছে। এতে করে এতে করে চরম দুশ্চিন্তায় কাটছে সবজি মৎস্য চাষীদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here