ভেঙ্গে পড়ল ২৫০ বছরের পুরাতন বটগাছ

0
637

ফুলবাড়ীয়া(ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার শিবগঞ্জব পুরাতন বাজারের ২৫০ বছরের পুরাতন বটগাছটি সামান্য বৃষ্টিতেই ভেঙ্গে পড়ছে।
গতকাল মঙ্গল বার (২১সেপ্টেম্বর) রাত ৮.৩০মিনিটের সময় ঘুরিঘুরি বৃষ্টি পড়া অবস্থায় হঠাৎ বিকট শব্দে ভেঙ্গে উল্টে পড়ে । গাছ পড়ার শব্দে আশ পাশের বাসার লোকজন ছুটে আসে । সরেজমিনে গিয়ে দেখা যায় শিবগঞ্জ পুরাতন বাজারের আবাসিক এলাকার বীরমুক্তিযোদ্ধা বাবু সুকুমার চক্রবর্ত্তী ও বাসার সামনের প্রায় ২৫ বছরের পুরাতন বটগাছটি পড়ে আছে। শতশত মানুষ পুরাতন এ গাছটি দেখতে ভির করছে এক নজর দেখতে । বিদ্যুতের ছিড়ে পড়ে আছে মাটিতে এছাড়া তেমন কোন ক্ষতি হয়নি বলে জানায় এলাকাবাসী । এ ব্যাপারে ডাঃ সুদেব চক্রবর্ত্তী জানান , আমার দাদু প্রায় একশত বছর বয়সে ১৫ বছর আগে মারা গেছে তাকে জিজ্ঞাসা করে ছিলাম সে বলেছে তার জন্মেও পর থেকে গাছটি এমেনি দেখছে । ২নং পুটিজানা ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান মোঃ ময়েজ উদ্দিন তরফদার বলেন , গাছটির শিকড় বেশী গভীওে না থাকায় উল্টে পড়ে গেছে এত বিদ্যুতের তার ছিড়ে গেছে । বিদ্যুৎ অফিসের খবর দেয়া হয়েছে যাতে আবাসিক এলাকায় দ্রুততম সময়ে সংযোগ চালু করা যায় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here