নির্বাচন পর্যবেক্ষণে রাশিয়ায় সিইসি নূরুল হুদা

0
259

খবর৭১ঃ রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচন পর্যবেক্ষণে রাশিয়ায় গেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

বৃহস্পতিবার সকালে একটি ফ্লাইটে রাশিয়ার উদ্দেশ্যে সিইসি নূরুল হুদা রওনা হন বলে তথ্য নিশ্চিত করেছেন তার একান্ত সচিব এ কে এম মাজহারুল ইসলাম।

তিনি নিজেও সিইসির সফরসঙ্গী হয়ে এখন রাশিয়া অবস্থান করছেন। সিইসির এই সফরে নির্বাচন পর্যবেক্ষণ ছাড়াও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। সফর শেষে আগামী ২২ সেপ্টেম্বর ঢাকায় ফিরবেন তিনি।

আজ শুক্রবার শুরু ১৯ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার ভোট চলবে।

নির্বাচনের ফলাফল থেকেই জানা যাবে, রাশিয়ার ক্ষমতাকাঠামোর উপর দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিয়ন্ত্রণ সামনের দিনে কতটা থাকবে। ৪৫০ আসনের রাশিয়ার পার্লামেন্ট দুমায় এখন প্রেসিডেন্ট ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়ার একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here