করোনা আক্রান্তদের ৯০ শতাংশই গ্রামের: স্বাস্থ্যের ডিজি

0
334

খবর৭১ঃ
বতর্মানে দেশে করোনা আক্রান্তদের প্রায় ৯০ শতাংশই গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম। গ্রামের বেশিরভাগ মানুষ টিকা না নেওয়ায় সেখানে মৃত্যুর সংখ্যাটা বেশি বলে জানান তিনি।

শুক্রবার সকালে পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে এসব তথ্য দেন তিনি।

করোনায় গ্রামে মৃত্যুর সংখ্যা বেশি হওয়ার কারণ উল্লেখ করতে গিয়ে খুরশীদ আলম বলেন, গ্রামের বেশিরভাগ মানুষ টিকা নেননি। তাই সেখানে মৃত্যুর সংখ্যাও বেশি। তাছাড়া আক্রান্ত হওয়ার পর গ্রামের অনেকে দেরিতে হাসপাতালে যাওয়াও মৃত্যু বেশি হওয়ার আরেকটি কারণ।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যের মহাপরিচালক আরও বলেন, মানুষের ধারণা ছিল স্থানীয় হাসপাতালে চিকিৎসা ভালো না। তাই তারা জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল ও কেন্দ্রীয় হাসপাতালে ভিড় করেন।

জনস্বাস্থ্যে সীমাবদ্ধতার কথা উল্লেখ করে খুরশীদ আলম আরও বলেন, প্রান্তিক পর্যায়ে চ্যালেঞ্জ অনেক বেশি। জনবলের ঘাটতি থেকে শুরু করে অনেক কিছু। তবে সেগুলো আস্তে আস্তে কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে। করোনা মোকাবিলায় এখন উপজেলা পর্যায়ের হাসপাতালেও সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে।

সম্মেলনে সভাপতিত্ব করেন পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. শাহ মুনির হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আরও উপস্থিত ছিলেন সরকারের কোভিড বিষয়ক কারিগরি কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা, বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী, শিক্ষাবিদ অধ্যাপক ডা. লিয়াকত আলী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ডা. বরদন জং রানা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আবু জামিল ফয়সাল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here