ইউরোর ৬ তারকা নিয়ে স্পেনের অলিম্পিক দল

0
251

খবর৭১ঃ কোপা আমেরিকা ও ইউরো -২০২০ শেষে ফুটবলপ্রেমীরা এখন মাতবেন টকিও অলিম্পিকে।

যেখানে খেলবে – ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, স্পেনের মতো আন্তর্জাতিক ফুটবলে শক্তিশালী সব দল। ছেলেদের ফুটবলে মোট ১৬ দলের খেলা হবে।

অলিম্পিকে অনুর্ধ্ব ২৩ দলের খেলোয়াড়দের বেশি দেখা গেলেও ফুটবলপ্রেমীদের কাছে এ নিয়ে আগ্রহের কমতি নেই। বিশেষ করে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশগুলো নিজেদের সেরাটা নিংড়ে দেবে।

‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর আসরে সোনা জয় পেতে চাইবে যে কোনো দেশ!

আগামী ২২ জুলাই বসবে অলিম্পিকে ছেলেদের ফুটবলের আসর।

ইতোমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা।

স্পেনের অলিম্পিক দলের কোচ লুইস দে লা ফুয়েন্তেও স্কোয়াড চূড়ান্ত করেছেন। ইউরোতে খেলে আসা স্পেন দলের ছয় তরুণকে রেখেছেন দলে।

তারা হলেন – পেদ্রি, এরিক গার্সিয়া, দানি অলমো, উনাই সিমন, মিকেল ওইয়ারসাবাল ও পাও তোরেসকে।

অলিম্পিকের নিয়ম অনুযায়ী, ২৪ এর বেশি তিনজন খেলোয়াড় রাখা যাবে দলে। কিন্তু সুযোগ পেয়েও বেশি বয়সি তিন খেলোয়াড়কে নিয়েছেন ফুয়েন্তেও।

রিয়াল মাদ্রিদের মার্কো আসেনসিও, আর্সেনালে গত মৌসুমে খেলা প্লেমেকার দানি সেবায়োসকে নিয়েছেন। রিয়াল সোসিয়েদাদের মিডফিল্ডার মিকেল মেরিনোকেও রেখেছেন স্কোয়াডে।

বার্সেলোনার হুয়ান মিরান্দা, অস্কার মিঙ্গেসাকে রেখেছেন। রিয়াল মাদ্রিদের হেসুস ভায়েহো, সেভিয়ার ব্রায়ান হিল, বার্সেলোনা থেকে গেতাফেতে যাওয়া মার্ক কুকুরেয়া, ভ্যালেন্সিয়ার মাঝমাঠের খেলোয়াড় কার্লোস সোলের ও ইংল্যান্ডের ক্লাব উলভারহ্যাম্পটনের স্ট্রাইকার রাফা মিরকেও নিয়েছেন দলে।

এক কথায় বেশ শক্তিশালী স্কোয়াড তৈরি করেছেন তিনি।

একনজরে স্পেনের অলিম্পিক দল

গোলরক্ষক: আলভারো ফার্নান্দেস, উনাই সিমন, অ্যালেক্স ডমিঙ্গুয়েজ

ডিফেন্ডার: অস্কার মিঙ্গুয়েজা, জেসুস ভাল্লেজো, এরিক গার্সিয়া, পাউ তরেস, অস্কার গিল, জুয়ান মিরান্দা

মিডফিল্ডার: মার্ক কুকুরেয়া, জন মনকায়েলো, মার্টিন যুবিমেন্দি, দানি সেবায়োস, মিকেল মেরিনো, কার্লোস সোলের, পেদ্রি

ফরোয়ার্ড: সেভিয়ার ব্রায়ান হিল, মার্কো আসেনসিও, দানি অলমো, মিকেল ওইয়ারসাবাল, রাফা মির ও জাভি পাউদো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here