কচুয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা বলহরি মৃধা

0
236

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কচুয়ায় বীর মুক্তিযোদ্ধা বলহরি মৃধা পরলোক গমন করেছেন। শুক্রবার (১৬ জুলাই) ভোরে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭০ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে স্বাসকষ্টসহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা বলহরি মৃধা উপজেলার মঘিয়া ইউনিয়নের বড় আন্ধারমানিক গ্রামের মৃত রমা প্রসাদ মৃধার ছেলে।
সকালে পারিবারিক শশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এর আগে কচুয়া থানার একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময়ে উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মো. সাইফুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক শিকদার কামরুল হাসান কচি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শিকদার হাবিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা প্রতাপ চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here