টিকা নিবন্ধনের বয়সসীমা ১৮ করার সুপারিশ

0
169

খবর৭১ঃ করোনার টিকার দেয়ার বয়সসীমা কমিয়ে ১৮ তে নামিয়ে আনার সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

গত সোমবার সন্ধ্যায় কমিটির সভায় এ সুপারিশ করা হয়। বুধবার রাত ১১টার দিকে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিষয়টি জানানো হয়।

সরকারি নিয়ম অনুযায়ী এতদিন শুধু ৩৫ বছরের বেশি বয়সীরাই নিবন্ধন করতে পারতেন।

এতে বলা হয়েছে, সরকারের অক্লান্ত পরিশ্রমে আমাদের দেশে কোভিড-১৯ এর টিকা প্রাপ্তি সম্ভব হয়েছে এবং আবারও সারাদেশে একযোগে টিকা কার্যক্রম শুরু হওয়ায় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

বিবৃতিতে টিকার আওতায় দ্রুত আরও বেশি মানুষকে আনতে টিকার বয়সসীমা ১৮ তে নামিয়ে আনা, এনআইডিবিহীন জনসাধারণকে টিকার আওতায় আনা, রেজিস্ট্রেশন সহজীকরণ ইত্যাদি বিষয়ে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেয়ার অনুরোধ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here