বাগেরহাটে লোকালয় থেকে দুই অজগর উদ্ধার

0
299

স্টাফ রিপোটার,বাগেরহাট: বাগেরহাটের লোকালয় থেকে দুটি অজগর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শরণখোলা উপজেলার পহলান বাড়ির সামনে থেকে স্থানীয়রা অজগরটিকে উদ্ধার করে। অজগরটি স্থানীয় এক ব্যক্তির জালে আটকেছিল। উদ্ধার হওয়া ১০ ফুট লম্বা অজগরটির ওজন ১২ কেজি।

এদিকে বৃহস্পতিবার বিকেলে পার্শ্ববর্তী জেলা পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার উলুবুনিয়া এলাকা থেকে বন বিভাগের সদস্যরা ১৭ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে। উদ্ধার হওয়া অজগরটির ওজন অন্তত ২০ কেজি। বন কর্মকর্তাদের উপস্থিতিতে দুটি অজগর-ই সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ববন বিভাগের শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা সাদিক মাহমুদ।

সুন্দরবন পূর্ববন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীন বলেন, পৃথক দুটি জায়গা থেকে দুটি অজগর উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে বগী স্টেশন সংলগ্ন বনে অজগর দুটিকে অবমুক্ত করা হয়েছে। অজগর দুটি সম্পূর্ণ সুস্থ্য রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here