টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা হবে ওমান-আমিরাতে : আইসিসি

0
229

খবর৭১ঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ যে ভারতে হবে না, তা আগেই জানা গিয়েছিল। অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণার। সেই ঘোষণাও দিয়ে দিলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে। এবারের আসর ১৭ অক্টোবর থেকে শুরু হবে। চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। তবে এ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক থাকবে ভারতই।

আইসিসি জানিয়েছে, দুবাই, আবুধাবি, শারজাহ এবং ওমান-এই চার ভেন্যুতে খেলা হবে। আইসিসির প্রধান নির্বাহী মনু সাহনি বলেন, ‌‘টি২০ বিশ্বকাপ যাতে নিরাপদভাবে হয়, সেটা দেখা আমাদের দায়িত্ব। ভারতে এই প্রতিযোগিতা আয়োজন করতে না পেরে আমরা দুঃখিত। ভারতীয় বোর্ড, আরব আমিরাত ক্রিকেট বোর্ড এবং ওমান ক্রিকেট বোর্ডের সঙ্গে আমরা এমনভাবে এই প্রতিযোগিতা আয়োজন করতে চাই, যাতে সমর্থকরা উপভোগ করতে পারে।’

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান সৌরভ গাঙ্গুলি বলেন, ‘বিসিসিআই মুখিয়ে রয়েছে টি২০ বিশ্বকাপ আয়োজন করার জন্য। আরব আমিরাত এবং ওমানে আয়োজন করা হবে এবারের টি২০ বিশ্বকাপ। ভারতে আয়োজন করতে পারলে আরও খুশি হতাম। তবে দেশের করোনা মহামারি পরিস্থিতি এখনও স্বাভাবিক অবস্থায় ফেরেনি। সেই কারণে আরব এবং ওমানে এই প্রতিযোগিতা আয়োজন করা হবে।’

কুড়ি ওভারের বিশ্ব আসর শুরু হবে ১৭ অক্টোবর। অর্থাৎ, আইপিএল শেষ হওয়ার তিন দিন পর। করোনাভাইরাসের কারণে ভারতীয় ঘরোয়া টি-টোয়েন্টির প্রতিযোগিতার বাকি অংশও হবে আরব আমিরাতের ওই ভেন্যুগুলোতে। তাই পিচের অবস্থা নিয়ে চিন্তিত আইসিসি। সংস্থাটি বিৃবতিতে জানিয়েছে, ‍দুই প্রতিযোগিতার (আইপিএল ও বিশ্বকাপ) মাঝে পিচগুলো যেন বিশ্রাম পায়, সেটা নিশ্চিত করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here