জবিতে শিউর ক্যাশের পাশাপাশি রকেট ও নগদ সেবা চালু

0
174
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সবধরনের ফি জমা দেয়ার সুবিধার্থে শিউরক্যাশের পাশাপাশি চালু হয়েছে ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেট এবং ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সার্ভিস নগদ।
বৃহস্পতিবার (২৪ জুন) প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইটি দপ্তরের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্য।
আইটি পরিচালক বলেন, এখন থেকে শিউরক্যাশের পাশাপাশি রকেট ও নগদেও সবধরনের ফি জমা দেওয়া যাবে।
এদিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে। শিক্ষার্থীরা জানান, সবসময় হাতের কাছে শিউরক্যাশ এজেন্ট পাওয়া যায় না। এজন্য আমাদের বিভিন্ন সময় বিড়ম্বনায় পড়তে হয়। রকেট এবং নগদের কারণে আমাদের এখন সুবিধা হবে, সহজেই ফি জমা দিতে পারবো।
উল্লেখ্য, রকেটের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্চেন্ট নাম্বার ৮৮৯৯ এবং নগদের ক্ষেত্রে মার্চেন্ট নাম্বার ১১৫৮।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here