মহাকাশে পর্যটক নেওয়ার অনুমতি পেল ভার্জিন গ্যালাটিক

0
287

খবর৭১ঃ বিলিয়নিয়ার রিচার্ড ব্র্যানসনের মহাকাশ সংস্থা ভার্জিন গ্যালাটিক মহাকাশে পর্যটক নেওয়ার অনুমতি পেয়েছে।

যুক্তরাষ্ট্রের প্লেন চলাচল নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে শুক্রবার অনুমতি পাওয়ার কথা জানিয়েছে ভার্জিন গ্যালাটিক। খবর আরব নিউজের।

ভার্জিন গ্যালাটিক-এর মহাকাশযান নিউ ম্যাক্সিকো থেকে মে মাসে মানুষসহ পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে।

এ মহাকাশ সংস্থার স্পেসশিপ টু মহাকাশযানে ৬ জন যাত্রী মহাকাশে যেতে পারবেন।

ভার্জিন গ্যালাটিক ছাড়াও জেফ বেজোসের ব্লু অরিজিন এবং অ্যালন মাস্কের স্পেসএক্স পর্যকটদের মহাকাশ ভ্রমণে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ভার্জিন গ্যালাটিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল কলগ্লাজিয়ের এক বিবৃতিতে বলেন, এফএএর অনুমতি আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছে। আমরা এই গ্রীষ্মে ক্রুসহ আমাদের প্রথম টেস্ট ফ্লাইটের দিকে এগিয়ে যাচ্ছি।

এ মহাকাশ সংস্থার যাত্রী হয়ে মহাশূন্যে ঘুরে আসতে ইতোমধ্যে প্রায় ৬০০ পর্যটক টিকিট বুকিং দিয়েছেন। প্রতিটি টিকিটের মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

যুক্তরাষ্ট্রের নিউ ম্যাক্সিকোর স্পেসপোর্ট থেকে মহাকাশের উদ্দেশে রওয়ানা হবে ভার্জিন গ্যালাটিকের মহাকাশযান। ব্র্যানসন এ গ্রীষ্মেই মহাকাশে যান পাঠানোর স্বপ্ন দেখছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here