চিলমারীতে সংঙ্গ  প্রকল্পের উপকারভোগীদের মাঝে স্বাস্থ্যসম্মত পায়খানার উপকরন সামগ্রী বিতরন

0
331
চিলমারী (কুড়িগ্রাম)  প্রতিনিধি :
কুড়িগ্রামের চিলমারীতে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ইকো কো-অপারেশন এবং আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়িত সংঙ্গ প্রকল্পের আয়োজনে উপকারভোগীদের মাঝে স্বাস্থ্যসম্মত পায়খানার উপকরন  সামগ্রী  বিতরন করা হয়েছে।  রবিবার সকাল ১১টায় উপজেলার শরিফের হাট  উদ্বোধন করেন প্রধান অতিথি  উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার ববীরিবক্রম।
 এসময়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও চিলমারী উপজেলা আওয়ামীলগীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  রেজাউল করিম লিচু, রমনা মডেল ইউপি চেয়ারম্যান আজগর আলী সরকার, চিলমারী প্রেসক্লাব সভাপতি এস,এম নুরুল আমিন সরকার,  মোঃ সাজেদুল ইসলাম স্বপন, সহকারী প্রকৌশালী জনস্বাস্থ্য  বিভাগ চিলমারী  উত্তম কুমার সিংহ, সংঙ্গ প্রকল্পের অপারেশন লিড জনাব মোস্তফা নূরুল ইসলাম রেজা,ওয়াশ এডভাইজার  জনাব মোঃ মোতাকাব্বিরুল হক, সংঙ্গ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আহসানুল কবীর, টেকনিক্যাল অফিসার হাবিবুর রহমান প্রমুখ।
এসময় উপজেলার ২ টি ইউনিয়নে ২০৫ টি পরিবারের মাঝে  স্বাস্থ্যসম্মত পায়খানার উপরন সামগ্রী বিতরন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here