মাশরাফির জন্য ভোট চাইলেন আ’লীগ সভানেত্রী শেখ হাসিনা

0
279

লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি
নড়াইল-২ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা ও নড়াইল-১ আসনের নৌকার প্রার্থী কবিরুল হক মুক্তির জন্য নড়াইলের জনগণের কাছে নৌকায় ভোট চাইলেন আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বেলা ১ টার দিকে লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় সুধা সদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পাশাপাশি মাশরাফি ও প্রথমবারের মতো ভোটারদের সাথে ভিডিও কনফারেন্সে নির্বাচনী সভায় বক্তব্য দেন।
প্রধানমন্ত্রি বলেন, মাশরাফি হিরার টুকরা সোনার ছেলে ক্রিকেট খেলোয়াড়। তার নেতৃত্বে ওয়েষ্ট ইন্ডিজকে আমরা হারিয়েছি। আপনারা মাশরাফিকে ভোট দিবেন এবং নৌকাকে বিজয়ী করবেন। তার পায়ের ব্যাথার জন্য নড়াইলে যেতে পারেনি। তাকে আমার কাছে রেখেছি। তাকে বলেছি তুমি এখানে থেকে খেলা নিয়ে ভাব, খেলে আমাদের বিজয় এনে দাও।
প্রধানমন্ত্রি আরো বলেন,আমি এর আগে নড়াইলের দুটি আসন থেকে নির্বাচন করেছিলাম। এবার নড়াইল-১ আসনে বিএম কবিরুল হক মুক্তিকে ও নড়াইল-২ আসনে মাশরাফিকে দিয়ে নির্বাচন করাচ্ছি। আপনারা উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিবেন। নড়াইল দুইটা সিটই আমাকে উপহার দিবেন।
তিনি আরো বলেন, যারা মনোনয়ন পাননি তারাও নৌকাকে বিজয়ী করার জন্য কাজ করবেন।
মাশরাফি বলেন, আমি অসুস্থতার কারণে নড়াইলে যেতে পারিনি, আপনারা স্বাধীনতার পক্ষে থেকে নৌকা মার্কায় ভোট দিবেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখবেন।
জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস প্রধানমন্ত্রীকে নড়াইলের দুইটা সিটই উপহার দেবেন বলে আশ্বস্ত করেন, তিনি নড়াইলে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এবং নড়াইলে অর্থনৈতিক জোন গড়ার প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।
ভিডিও কনফারেন্স চলাকালে নড়াইল জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট এসএম ফজলুর রহমান জিন্নাহ, এ্যাডভোকেট সৈয়দ আইয়ুব আলী, সিকদার আজাদ রহমান, সাংগঠনিক সম্পাদক নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ^াস, জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট মোঃ গোলাম নবী, নড়াইল সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট অচীন চক্রবর্ত্তী, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিকদার আব্দুল হান্নান রুনু, সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমীর লিটু, লোহাগড়া পৌরসভার মেয়র আশরাফুল আলম, নারী নেত্রী আঞ্জমান আরা, জেলা পরিষদের সদস্য সাজ্জাদুর রহমান মুন্না, জয়পুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান প্রমুখ।
এর আগে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিলয় রায় বাধন সহ অনেকে।
জনসভায় জেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মীরা যোগদান করেন। #

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here