কমলাপুরে এখন শুধু মানুষ আর মানুষ

0
465

খবর৭১: গত ১ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট প্রত্যাশী মানুষের যে ভিড় ছিল কমলাপুরে তা মঙ্গলবার বেড়ে কয়েক গুণ বেশি দাঁড়িয়েছে। রাত থেকেই টিকিট নেয়ার প্রতিযোগিতায় অংশ নিয়েছে মানুষ। বেলা বাড়ার সাথে সাথে জনসমুদ্রে পরিণত হয় কমলাপুর রেলওয়ে স্টেশন।

মঙ্গলবার দেয়া হচ্ছে ১৪ জুনের টিকিট। সকাল ৮টা থেকে মোট ২৬টি কাউন্টারে টিকিট দেয়া হচ্ছে। এর মধ্যে নারীদের জন্য সংরক্ষিত কাউন্টার আছে দুইটি। এ ছাড়া ৬ জুন দেয়া হবে ১৫ জুনের ট্রেনের অগ্রিম টিকিট।

মো. ওয়াসিম নামের একজন জানান, মঙ্গলবার যদি আসতাম তাহলে হয়তো ১৪ তারিখের টিকিট পেতাম না, তাই টিকিট যেন অবশ্যই পাই, এজন্য রাত থেকেই লাইনে এসে দাঁড়িয়েছি। বাবা-মাকে নিয়ে ঈদ করার আনন্দ কাউকে বুঝানো যায় না। টিকিট হাতে পেলে এই কষ্ট আর থাকবে না।

এদিকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে যেন কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীসহ রেলওয়ের নিজস্ব বাহিনী তৎপর রয়েছেন বলে জানিয়েছেন স্টেশন কর্তৃপক্ষ।

এবার ৩০ রোজা পূর্ণ হলে আগামী ১৭ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হওয়ার কথা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here