বাড্ডায় দুইপক্ষের গোলাগুলিতে নিহত ১

0
366

খবর ৭১: রাজধানীর বাড্ডা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। এতে উভয় পক্ষের আরও দশজন আহত হয়েছে। বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াজেদ আলী সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এলাকবাসীর বরাত দিয়ে তিনি জানান, রোববার (২২ এপ্রিল) ৫ টার দিকে বাড্ডার বেরাইদ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলির ঘটনা তিনি জানতে পেরেছেন। ঘটনার পর পুলিশ পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। পরিস্থিতি এখন শান্ত। আহতদের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেরাইদ ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম গ্রুপের সঙ্গে স্থানীয় সরকার দলীয় সংসদ সদস্য একেএম রহমতুল্লাহর ভাগ্নে ফারুক গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলি হয়। এসময় জাহাঙ্গীর গ্রুপের কামরুজ্জামান দুখু নামের একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here