ফিলিস্তিনি জনগণের প্রতি পূর্ণ সমর্থনের অঙ্গীকার করেছে ইরান

0
361

খবর৭১:সম্প্রতি ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের গণহত্যার পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনি জনগণের প্রতি পূর্ণ সমর্থনের অঙ্গীকার করেছে ইরান। এ বিষয়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের গণহত্যার তীব্র নিন্দা জানানো হয়েছে।
আইআরজিসি বিবৃতিতে বলেছে, ইসরাইল নতুন অপরাধযজ্ঞের মাধ্যমে বহু ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর মাধ্যমে ইসরাইল প্রমাণ করেছে, তারা নতুন ‘ইনতিফাদা’ ছড়িয়ে পড়ার বিষয়ে সন্ত্রস্ত। ফিলিস্তিনিদের সম্ভাব্য ইনতিফাদা মোকাবেলা করতেও অক্ষম তেলআবিব।

আইআরজিসি আরও বলেছে, আঞ্চলিক বিশ্বাসঘাতক নেতা ও প্রতিক্রিয়াশীল যেসব দেশ দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করার চেষ্টা করছিল, ফিলিস্তিনিদের এই জাগরণের মাধ্যমে তা ব্যর্থ হয়েছে।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি ইসরাইলি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন।

প্রসঙ্গত, ফিলিস্তিনি ভূমি দিবস উপলক্ষে শুক্রবার ইসরাইল সীমান্তে গাজার অধিবাসীরা অবস্থান কর্মসূচি পালন করেন। ওই কর্মসূচি বানচাল করতে ইসরাইল ব্যাপক হত্যাকাণ্ড চালায়। এতে অন্তত ১৭জন নিহত এবং প্রায় দেড় হাজার ফিলিস্তিনি আহত হন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here