সুপার লিগে খেলতে পারবেন না সাকিব-মাহমুদউল্লাহ-রুবেল!

0
378

খবর ৭১:ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্বের খেলা শেষ। আগামী শনিবার থেকে সুপার লিগের খেলা শুরু হবে। প্রথম পর্বের খেলায় অংশ না নিলেও সুপার সিক্সে খেলার একটা সম্ভাবনা ছিল সাকিব আল হাসানের।

কিন্তু তার দল মোহামেডান স্পোর্টিং ক্লাব সুপার সিক্সে খেলার টিকিট নিশ্চিত করতে না পারায় ঢাকা লিগের এবারের আসরে খেলাই হচ্ছে না বিশ্বসেরা এ অলরাউন্ডারের।
একই অবস্থা মাহমুদউল্লাহ রিয়াদের। তার দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব সুপার সিক্সে উঠার দৌড়ে পেছনে পড়ে যাওয়ায় খেলা হচ্ছে না রিয়াদের। এজন্য মাহমুদউল্লাহর জন্যই ভালোই হয়েছে। এই সময়ে তিনি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলতে পারবেন।

সুপার লিগে খেলা হচ্ছে না পেস বোলার রুবেল হোসেনেরও। লিগের প্রথম পর্বের ম্যাচগুলোতে অংশ নিলেও সুপার সিক্সে খেলা হচ্ছে না দেশের অন্যতম সেরা এই পেস বোলারের। তার দল প্রাইম ব্যাংক সুপার সিক্স নিশ্চিত করতে না পারায় খেলা হচ্ছে না তার।

লিগের প্রথম পর্বের খেলায় অসাধারণ খেলে সুপার সিক্স নিশ্চিত করেছে আবাহনী, রুপগঞ্জ, খেলাঘর, প্রাইম দোলেশ্বর, শেখ জামাল ও গাজী ক্রিকেটার্স।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here