সরকার ২৫ হাজার টন চিনি আমদানি করছে

0
132

খবর৭১: আসন্ন ঈদকে সামনে রেখে দেশে চিনির চাহিদা মেটাতে ২৫ হাজার টন চিনি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে পৃথক দুটি প্রস্তাব মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন দেওয়া হয়েছে। এই দুই প্রস্তাবের মাধ্যমে চিনি আমদানিতে ১৩৭ কোটি ৯৫ লাখ ৬৮ হাজার ১২৫ টাকা সরকারের ব্যয় হবে।

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় প্রস্তাবগুলোর অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় সাঈদ মাহবুব বলেন, বুধবার চিনি ক্রয় সংক্রান্ত দুটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। একটি হলো বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১২ হাজার ৫০০ টন চিনি, যার ক্রয়মূল্য হলো ৬৮ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার ১২৫ টাকা।

এতে প্রতি কেজি চিনির দাম পড়ছে ৮৯ দশমিক ৫০ টাকা। সুপারিশকৃত দরদাতা মালয়েশিয়ান কোম্পানি চিনি বিজো মেরিন এসডিএন বিএইচডি।

এছাড়া টিসিবির আর একটি প্রস্তাবে ১২ হাজার ৫০০ টন ক্রয় মন্ত্রীসভা অনুমোদন দেয়। মালয়শিয়ান কোম্পানি চিনি বিজো মেরিন এসডিএন বিএইচডি’র কাছ থেকে ৬৯ কোটি ২৮ লাখ ২৫ হাজার টাকা ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে প্রতি কেজি চিনির দাম পড়ছে ৮৮ দশমিক ৭৪ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here