সৈয়দপুরে জাতীয় ভোক্তা অধিকারের বাজার তদারকি অভিযানে দুই প্রতিষ্ঠানের ৩৫ হাজার টাকা জরিমানা

0
218

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে তদারকি অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠানের ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয় সোমবার (৩ এপ্রিল) দুপুরে শহরের কাজীপাড়া ও পশ্চিম পাটোয়ারী পাড়ায় এলাকায় ওই অভিযান পরিচালনা করে। দলটি পশ্চিম পাটোয়ারীপাড়ার টপ লাচ্ছা সেমাই কারখানায় বিএসটিআইসহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের অনুমোদন না থাকায় ১৫ হাজার টাকা, পরে কাজীপাড়ার আমান ফুড প্রডাক্টস্ নামের একটি চানাচুর ফ্যাক্টরির বিএসটিআইয়ের অনুমোদন নবায়ন না থাকায় এবং উৎপাদিত খাদ্যেপণ্যে কাপড়ে ব্যবহৃত মানুষের শরীরের জন্য ক্ষতিকর রং ব্যবহার করার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসম উল্লিখিত দুইটি প্রতিষ্ঠানে উৎপাদিত খাদ্যপণ্য ধ্বংস করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক শামসুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে সৈয়দপুর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আলতাফ হোসেন সরকার, থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাসুদসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিপ্তরের নীলফামারীর সহকারী পরিচালক মো. শামসুল আলম বলেন, গোটা রমজান মাস জুড়ে তাদের এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here