কানাডায় দুই বছর বাড়ি কিনতে পারবে না বিদেশিরা

0
270

খবর৭১ঃ মাত্র দুই বছরে বাড়ির মূল্য ৫০ শতাংশেরও বেশি বেড়ে যাওয়ায় তার লাগাম টানতে বিদেশিদের কাছে বাড়ি বিক্রি না করার নিষেধাজ্ঞা দিয়েছে কানাডা সরকার। ট্রুডো সরকারের এই নিষেধাজ্ঞা কার্যকর হলে উত্তর আমেরিকার দেশটিতে বাড়ির মূল্য কমে আসবে বলে খবর দিয়েছে ব্লুমবার্গ।

এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমটি বলেছে, কানাডায় বাড়ির মূল্য বেড়ে চলার জন্য দেশটিতে পাচার হওয়া অবৈধ অর্থকে দায়ী করা হয়। ‍বিভিন্ন দেশের দুর্নীতিবাজরা কালো টাকাকে সাদা করতে কানাডায় বাড়ি কেনে। এটি থামাতে দুই বছরের জন্য বিদেশিদের কাছে বাড়ি বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে কানাডা সরকার।

বিদেশিদের কাছে বাড়ি বিক্রি না করার পাশাপাশি কেউ যদি এক বছরের মধ্যে বাড়ি বিক্রি করতে চান তাহলে উচ্চ হারে কর দিতে হবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। তবে স্থায়ী নাগরিক এবং বিদেশি শিক্ষার্থীরা এই নিষেধাজ্ঞার ক্ষেত্রে ব্যতিক্রম সুযোগ পাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here