রামগঞ্জে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার!

0
214
গভীর রাতে মহাখালী ফ্লাইওভার থেকে নারীর লাশ উদ্ধার

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে খালপাড় থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বালুয়া চৌমুহনী বাজার সংলগ্ন খালপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ৭০ বয়সী ওই বৃদ্ধের নাম পরিচয় জানা যায়নি। তিনি ভবঘুরে ছিলেন বলে জানায় পুলিশ।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, বৃদ্ধ লোকটি ভবঘুরে। অনেকেই দেখেছেন রাতে তিনি বাজারে ঘোরাঘুরি করছেন।

পরে সকাল বেলায় খালপাড়ে তার মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এরপর পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে, শীতে বা স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here