করোনায় মিরসরাইয়ের ব্যবসায়ীর মৃত্যু

0
242

মিরসরাই প্রতিনিধিঃ

করোনা আক্রান্ত হয়ে মারা গেছে মিরসরাইয়ের ব্যবসায়ী জাফর আহমদ (৭০)।উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভগবতীপুর গ্রামের হাজী বাড়ির জাফর আহমদ সওদাগর মঙ্গলবার (২৭ জুলাই) দিবাগত রাতে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। উপজেলার স্বেচ্ছাসেবী “শেষ বিদায়ের বন্ধু” সংগঠনের লাশ ধোয়ানোর ঘরে গোসল দিয়ে বুধবার দুপুর ১ টায় নিজ বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুম জাফর আহমদ মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক গাজী নিজাম উদ্দিনের শ্বশুর এবং জোরারগঞ্জ বাজারের ব্যবসায়ী। উক্ত জানাজায় উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী, জোরারগঞ্জ বাজারের ব্যবসায়ীরা সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

জানাজা ও দাফন কাফনে ছিলেন শেষ বিদায়ের বন্ধু সংগঠনের জোরারগঞ্জ থানার টিম লিড়ার ক্বারি নোমান, মাওলানা তাজুল ইসলাম, এরাদুল হক, ওমর ফারুক, রফিক, শাখাওয়াত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here