করোনায় মৃত্যু প্রায় সাড়ে ৩০ লাখ

0
253

খবর৭১ঃ করোনাভাইরাসে বিশ্বে প্রায় ৩০ লাখ মানুষের মৃত্যু হয়েছে। গত একদিনে মৃত্যু হয়েছে ৯ হাজার ৭৯৩ জনের এবং আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৫৬ হাজার ৪০৩ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ৩০ লাখ ৪২ হাজার ৮৪৩ জন। আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ২৬ লাখ ৯০ হাজার ৬৭১ জন।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১২ কোটি ১৪ লাখ ৪ হাজার ৮৮৭ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছেন ১ কোটি ৮২ লাখ ৪২ হাজার ৯৪১ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৭৫ হাজার ৪৩ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৮১ হাজার ৫৪২ জন।

করোনায় বর্তমানে নতুন কেন্দ্র হয়ে উঠেছে ভারত ও ব্রাজিল। দুই দেশে নতুন করে তাণ্ডব চালাচ্ছে করোনা। করোনা সংক্রমণে বিশ্ব দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক কোটি ৫৩ লাখ ১৪ হাজার ৭১৪ জন। দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে এক লাখ ৮০ হাজার ৫৫০ জনের।

ব্রাজিলে আক্রান্ত হয়েছেন এক কোটি ৩৯ লাখ ৭৭ হাজার ৭১৩ জন এবং মারা গেছেন তিন লাখ ৭৫ হাজার ৪৯ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে- ব্রাজিল, ভারত, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন, তুরস্ক, ইতালি, স্পেন ও জার্মানি।

বাংলাদেশেও করোনার প্রকোপ ক্রমেই বাড়ছে। সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে সর্বাত্মক লকডাউন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here