মিজানুর রহমান মিলন সৈয়দপুর থেকে :
নীলফামারীর সৈয়দপুরে ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন পূবালী স্কাউট ও বিজ্ঞান ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবী। তিনি তাঁর স্বামী সংগঠনটির সাবেক সভাপতি প্রয়াত আখতার হোসেন বাদলের স্থলাভিষিক্ত হলেন। গতকাল সোমবার সন্ধ্যায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় তাঁকে সর্ব সম্মতিক্রমে ক্লাবের সভাপতি নির্বাচিত করা হয়। এর আগে স্কাউটার সাইফুল ইসলাম পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবী।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী। এতে অন্যদের মধ্যে বক্তব্য বলেন, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি আমিনুল হক, সাপ্তাহিক আলাপন পত্রিকার নির্বাহী সম্পাদক ও প্রবীণ সাংবাদিক কাজী জাহিদ, সাপ্তাহিক সাফজবাব পত্রিকার নির্বাহী সম্পাদক মো. নজরুল ইসলাম, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মো. নজরুল ইসলাম বুলবুল, প্রতিষ্ঠাকালীণ সদস্য পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু ও পূবালী’র সাধারণ সম্পাদক মো. কাইয়ুম। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন পূবালীর প্রতিষ্ঠাকালীণ সদস্য আবু জাবের লাবু।
প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির নবনির্বাচিত সভাপতি পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী বলেন,পূবালী’র নেতৃবৃন্দ আমাকে সভাপতি করে যে সম্মান দিয়েছেন, তাতে আমি কৃতজ্ঞ। আমার সামর্থ্য দিয়ে সেই সম্মান রক্ষার চেষ্টা করবো জানিয়ে তিনি বলেন, পূবালী’র সার্বিক উন্নয়নে আমার প্রয়াত স্বামীর যে সব স্বপ্ন ও কর্মপরিকল্পনা ছিল তা বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো। এ ব্যাপারে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।