এক মুভমেন্ট পাসে যতক্ষণ বাইরে থাকা যাবে

0
243

খবর৭১ঃ করোনা সংক্রমণ প্রতিরোধে বুধবার থেকে সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। তবে কঠোর লকডাউনে যাদের বাইরে যেতে হবে তাদের অনুমতি নিতে হবে। পুলিশের তৈরি মুভমেন্ট পাস অ্যাপের মাধ্যমে এ আবেদন করা যাবে।

মঙ্গলবার বাংলাদেশ পুলিশ অডিটরিয়াম রাজারবাগে মুভমেন্ট পাস অ্যাপের শুভ উদ্বোধন করেন আইজিপি ড. বেনজীর আহমেদ।

পুলিশ বলছে, সরকারের কাল থেকে কঠোর লকডাউন কার্যকর করতে সরকার যে নির্দেশনা দিয়েছে তা বাস্তবায়নে তারাও এবার কঠোর পদক্ষেপ নেবে এবং তার আওতায় ‘মুভমেন্ট পাস’ ছাড়া কাউকে বাড়ির বাইরে আসতে দেয়া হবে না।

পুলিশ প্রধান বেনজির আহমেদ বলেছেন, অতি প্রয়োজনে বাইরে যাতায়াতের জন্য অবশ্যই মুভমেন্ট পাস প্রদর্শন করতে হবে।

এক একটি মুভমেন্ট পাস ব্যবহার করে সর্বোচ্চ তিন ঘণ্টা বাইরে থাকা যাবে। প্রতিটি গন্তব্যে যাওয়া এবং ফিরে আসার জন্য দুটি মুভমেন্ট পাস সংগ্রহ করতে হবে বলে জানাচ্ছে পুলিশ।

https://movementpass.police.gov.bd/ ওয়েবসাইটে ঢুকে পাসের জন্য আবেদন করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here