একদিনে মৃত্যু প্রায় ১১ হাজার, আক্রান্ত সাড়ে ৫ লাখ

0
290

খবর৭১ঃ বিশ্বের বিভিন্ন দেশে টিকাদান জোরেশোরে চললেও করোনাভাইরাস মহামারির পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। এক বছরের বেশি সময় ধরে করোনা মহামারিতে ২৮ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৮৭ লাখের বেশি মানুষ।

গত একদিনে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১০ হাজার ৮৫৪ জনের এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪০ হাজার ৭১৩ জন।

আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ২৮ লাখ ৪ হাজার ৩৪৬ জন। আক্রান্ত হয়েছেন বিশ্বে ১২ কোটি ৮৭ লাখ ৮৮ হাজার ৯৫৮ জন।

মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ১০ লাখ ৯৭ হাজার ১৫৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৬৪ হাজার ১৩৮ জন।

দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২৬ লাখ ৬৪ হাজার ৫৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ১৭ হাজার ৯৩৬ জন।

তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২১ লাখ ৪৮ হাজার ৮২৭ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৬২ হাজার ৫০২ জন।

রাশিয়াকে টপকে করোনা হতাহতের দিক দিয়ে চতুর্থ অবস্থানে উঠে এসেছে ফ্রান্স। পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। বাংলাদেশের অবস্থান ৩৩।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here