করোনায় মৃত্যু প্রায় ২৮ লাখ

0
321

খবর৭১ঃ বিশ্বের বিভিন্ন দেশে টিকাদান জোরেশোরে চললেও করোনাভাইরাস মহামারির পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। এক বছরের বেশি সময় ধরে করোনা মহামারিতে প্রায় ২৮ লাখ মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৭৭ লাখের বেশি মানুষ।

গত একদিনে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৭৮৯ জনের এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৫ হাজার ৭৩২ জন।

আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সোমবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ২৭ লাখ ৯৫ হাজার ৮৭২ জন। আক্রান্ত হয়েছেন বিশ্বে ১২ কোটি ৭৭ লাখ ৬২ হাজার ৬৫৬ জন।

মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ৯ লাখ ৬২ হাজার ৮০৩ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৬২ হাজার ৫২৬ জন।

দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২৫ লাখ ৩৪ হাজার ৬৮৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ১২ হাজার ২৯৯ জন।

তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২০ লাখ ৩৯ হাজার ২১০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৬১ হাজার ৮৮১ জন।

রাশিয়াকে টপকে করোনা হতাহতের দিক দিয়ে চতুর্থ অবস্থানে উঠে এসেছে ফ্রান্স। পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। বাংলাদেশের অবস্থান ৩৩।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here