মুরাদনগরে টিকা নিলেন উপজেলা নির্বাহী অফিসার, স্বাস্থ্য কর্মকর্তাসহ ৩১০জন

0
204

মোঃ রাসেল মিয়া, (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে বৈশ্বিক মহামারী কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা প্রদানের ১৪তম দিনের মাথায় টিকা গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী
কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ ৩১০জন। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪তম দিনের টিকাদান কার্যক্রমের
শুরুতেই উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ, উপজেলা স্বাস্থ পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ
মিজানুর রহমান ও উপজেলায় কর্মরত বেশ কয়েকজন কর্মকর্তাসহ ৩১০ জন এই টিকা গ্রহণ করেন।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নাজমুল আলম জানান, ১৪দিনে মোট টিকা নেয়া প্রায় ৪ হাজার জনের মধ্যে সবাই সুস্থ আছেন। এছাড়াও সকল সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং ৪০উর্দ্ধো বয়সের সকলকে নিবন্ধনের মাধ্যমে টিকা গ্রহনের জন্য বিশেষ অনুরোধ জানান। উল্লেখ্য এই উপজেলায় সারা দেশের মতো গত ৭ ফেব্রæয়ারি টিকাদান কর্যক্রম শুরু হয়। তার পর থেকে গত ১৪ কার্যদিবসে মোট টিকা গ্রহন করেছেন প্রায় ৪
হাজার জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here