দেশে টিকা গ্রহীতার সংখ্যা প্রায় ২৫ লাখ

0
235

খবর৭১ঃ দেশে মহামারি করোনাভাইরাসের প্রতিষেধক টিকা গ্রহীতার সংখ্যা ২৫ লাখের কোটা ছুঁইছুঁই করছে। এছাড়া আরও কয়েক লাখ মানুষ নিবন্ধন করে টিকার অপেক্ষায় রয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ২৪ লাখ ৯১ হাজার ৫৩ জন। এদের মধ্যে ১৬ লাখ ৩৪ হাজার ৩৩ জন পুরুষ এবং আট হাজার ৫৭ হাজার ২০ জন নারী রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে এক লাখ ৮২ হাজার ৮৯৬ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ এক লাখ ১৫ হাজার ৩১৮ জন এবং নারী ৬৭ হাজার ৫৭৮ জন।

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন সাত লাখ ২১ হাজার ১৯ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে তিন লাখ ৩৫ হাজার ১৯০ জন, ময়মনসিংহ বিভাগে এক লাখ ১১ হাজার ৫২৪ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচ লাখ ৬০ হাজার ১৫৩ জন, রাজশাহী বিভাগে দুই লাখ ৮১ হাজার ৫৮৩ জন, রংপুর বিভাগে দুই লাখ ৩০ হাজার ১৫০ জন, খুলনা বিভাগে দুই লাখ ৯৭ হাজার ৪৫৩ জন, বরিশাল বিভাগে এক লাখ ২০ হাজার ৬১১ জন এবং সিলেট বিভাগে এক লাখ ৬৮ হাজার ৫৬০ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর পাঁচটি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here