সৈয়দপুরে আশ্রয়ণ প্রকল্পের নির্মিত ঘর ও উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শনে রংপুর বিভাগীয় কমিশনার

0
285
সৈয়দপুরে আশ্রয়ণ প্রকল্পের নির্মিত ঘর ও উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শনে রংপুর বিভাগীয় কমিশনার

মিজানুর রহমান মিলন সৈয়দপুর প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সৈয়দপুরে খাস জমিতে ৩৪টি সেমিপাকা ঘর নির্মাণ করা হয়েছে। আগামী ২৩ জানুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে সারাদেশে একযোগে আশ্রয়ণ-২ প্রকল্পের শুভ উদ্বোধন করবেন। ওইদিন প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের পর উপজেলা কামারপুকুর ইউনিয়নের নিজবাড়িতে নির্মিত ঘর আনুষ্ঠানিকভাবে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হবে।এজন্য কামারপুকুর ইউনিয়নের নিজবাড়ী গুচ্ছগ্রাম সংলগ্ন এলাকায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে সংযুক্ত হওয়ার লক্ষ্যে সেখানে একটি অনুষ্ঠানের প্রস্তুুতি দেখতে আজ বুধবার সকালে ওই এলাকা পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঞা। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাহিদ হাসান, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রমিজ আলম, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি আমিনুল হকসহ সাংবাদিকবৃন্দ,স্থানীয় জনপ্রতিনিধি ও সুধিজন।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব মিঞা আগামী ২৩ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতির বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here