ঝালকাঠিতে নানা আয়োজনে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

0
388
ঝালকাঠিতে নানা আয়োজনে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

রতন আচার্য্য, ঝালকাঠি প্রতিনিধিঃ পূজার্চনা, প্রসাদ বিতরণসহ ধর্মীয় নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে ঝালকাঠিতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। ভগবার শ্রীকৃষ্ণের মানব অবতার রূপে জন্মতিথিকে কেন্দ্র করে জেলার বিভিন্ন মন্দিরে এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিটি বাড়িতে ধর্মীয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় শহরের মদন মোহন আখড়াবাড়ি মন্দির প্রঙ্গনে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট ও জেলা উদযাপন পরিষদ যৌথভাবে ধর্মীয় আলোচনা সভার আয়োজন করে। এবছর করোনা মহামারির কারনে অনেকটা সংক্ষিপ্ত এ আয়োজনে সভাপতিত্ব করেন ধর্মীয় কল্যান ট্রাষ্টের ট্রষ্টি ভানু লাল দে। সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু বিশেষজ্ঞ ডাঃ অসিম কুমার সাহা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here