নিজেদের নাগরিকদেরই ঢুকতে দিচ্ছে না নিউজিল্যান্ড

0
302
নিজেদের নাগরিকদেরই ঢুকতে দিচ্ছে না নিউজিল্যান্ড

খবর৭১ঃ
আগামী তিন সপ্তাহের মধ্যে নিজ দেশের নাগরিকদেরও দেশে প্রবেশ করতে দেবে না নিউজিল্যান্ড। সীমিত কোয়ারেন্টিন সুবিধার কথা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

বিবিসি জানিয়েছে, বিভিন্ন দেশে নিউজিল্যান্ডের নাগরিক যারা থাকেন তারা সেসব দেশ থেকে নিউজিল্যান্ডে ঢোকার চেষ্টা করলে আজ থেকে আরো তিন সপ্তাহের মধ্যে সেটা করতে পারবেন না।

এর কারণ হিসেবে দেশটির সরকার সীমিত কোয়ারেন্টিন সুবিধার কথা বলছে বলে জানিয়েছে সংবাধমাধ্যমটি।

গত ৬৭ দিনে নিউজিল্যান্ডে কমিউনিটি পর্যায়ে কোনো নতুন রোগী ধরা পড়েনি। এরমধ্যে ২২ জন রোগী বাইরে থেকে এসেছেন, তারা সবাই এমন দেশ থেকে নিউজিল্যান্ড আসছেন যেখানে করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে।

দেশটিতে প্রায় ৬ হাজার লোক এখন পর্যন্ত কোয়ারেন্টিনে আছেন। এবং আগেই টিকিট নিশ্চিত করা ৩ হাজার ৫০০ লোক এই সপ্তাহে কোয়ারেন্টিনে ঢুকবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here