চুনারুঘাট থেকে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের ৩ সক্রিয় সদস্য আটক ॥ ২টি গাড়ি ও টাকা জব্দ

0
454
চুনারুঘাট থেকে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের ৩ সক্রিয় সদস্য আটক ॥ ২টি গাড়ি ও টাকা জব্দ

মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট থেকে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের ৩ সক্রিয় সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২টি গাড়ি ও ৫০ হাজার টাকা জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ। তিনি জানান, জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে (ওসি) মানিকুল ইসলামের নেতৃত্বে চুনারুঘাট উপজেলার রাজার বাজার এলাকায় অভিযান চালায়। এসময় একটি চোরাই এক্সরলা যার রেজিঃ নং- (ঢাকা মেট্রা গ-১৭-৯২৭৩)সহ গাড়ি চোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়।

পরে তাদের দেয়া তথ্যমতে চোর চক্রের আরেক সদস্যকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে অপর আরেকটি করনা প্রিমো (প্রাইভেটকার) যার নং- ঢাকা মেট্রো গ-১৪-৫৫১৩ ওসহ ৫০ হাজার টাকা জব্দ করা হয়। আটককৃতরা হল, চুনারুঘাট উপজেলার সেনাচং গ্রামের আব্দুল হাশিমের পুত্র মালেক মিয়া (৪০), মৌলভী বাজার জেলার কুলাউড়া থানার রাতগাও গ্রামের মৃত চান মিয়ার পুত্র আশিক মিয়া (৩৭) ও বাহুবল উপজেলার সবিরতপুর গ্রামের হাজী আনসার মিয়ার পুত্র সেলিম মিয়া (৩৭)। পুলিশ সুপার আরো জানান, আটককৃতরা জেলাসহ বিভাগের বিভিন্ন স্থান থেকে ৩টি প্রাইভেটকার, ১টি পিকআপ ও ৫০টিরও বেশি মোটর সাইকেল চুরি করে বিভিন্ন স্থানে বিক্রি করেছে বলে প্রাথমিক ভাবে স্বীকার করেছে।

তাদের আরো সহযোগী সিলেট, ঢাকা ও গাজীপুর এলাকায় রয়েছে। তাদেরও ধরতেও অভিযান অব্যাহত রয়েছে। প্রেস বিফ্রিংকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, জেলা গোয়েন্দা শাখার (ওসি) মানিকুল ইসলাম, ডিআইওয়ান (ডিএসবি) ওসি কাজী কামাল হোসেন, এসআই দেবাশীষ তালুকদারসহ হবিগঞ্জে কর্মরত গণমাধ্যম কর্মীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here