মুরাদনগরে অবৈধভাবে বালু উত্তোলনকারীকে জরিমানা

0
558
মুরাদনগরে অবধৈভাবে বালু উত্তোলনকারীকে জরিমানা
ছবিঃ মোঃ রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি।

খবর৭১ঃ

মোঃ রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্ব চাপিতলা গ্রামে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম কমল এ অভিযান পরিচালনা করেন। জানা যায়, মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্ব চাপিতলা এলাকায় জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারী ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছিল।

তখন ড্রেজার মালিক জহর আলমকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা-২০১০ মোতাবেক অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন যাবত প্রভাবশালী মহালের ছত্রছায়ায় এই চক্রটি এলাকার ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here