দুর্নীতি বিরোধী আন্দোলনকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করলেন ঝালকাঠির গণমাধ্যম কর্মীরা

0
414

খবর৭১:রতন আচার্য্য,ঝালকাঠি প্রতিনিধিঃ সচেতন নাগরিক কমিটি (সনাক), ঝালকাঠি ও টিআইবি’র উদ্যোগে ২০ মে ২০১৯ সনাক কার্যালয় গণমাধ্যম ব্যক্তিবর্গের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতিবিরোধী আন্দোলনকে শক্তিশালী করার লক্ষ্যে অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন সনাক সহ-সভাপতি হেমায়েত উদ্দিন হিমু। টিআইবি’র এরিয়া ম্যানেজার মো: রোকনুজ্জামান সনাকের দুর্নীতিবিরোধী প্রয়াস ও সাংবাদিকদের সম্পৃক্ততা এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে টিআইবি’র উদ্যোগ বিষয়ক ধারণাপত্র উপস্থাপন করেন। সভায় ঝালকাঠিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা অংশগ্রহন করেন। সমন্বয় সভায় বক্তারা পরিবর্তনের অন্যতম রূপকার হিসেবে গণমাধ্যম কর্মীরা কার্যকর ভূমিকা রাখবেন বলে মত প্রকাশ করেন। পারস্পরিক যোগাযোগ, সম্পর্কের উন্নয়ন ও সমন্বয়ের মাধ্যমে দুর্নীতি বিরোধী আন্দোলনে নতুন মাত্রা, সুশাসন প্রতিষ্ঠার সংগ্রামে টিআইবি’র পথচলা হবে মসৃণ, সফল ও কার্যকর হবে বলে অভিমত ব্যক্ত করেন।

গণমাধ্যম ব্যক্তিবর্গের মধ্যে যমুনা টিভির প্রতিনিধি দুলাল সাহা, দৈনিক দূরযাত্রার সম্পাদক মো: জিয়াউল হাসান পলাশ, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মো: আক্কাস সিকদার ও বিজয় টিভি’র প্রতিনিধি শফিউল আজম প্রমুখ সভায় গুরুত্বপূর্ন ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব ঝালকাঠির সভাপতি কাজী খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক মানিক রায়, সনাক সহ-সভাপতি ড. কামরুন্নেসা আজাদ প্রমুখ। সনাকের পক্ষ থেকে অনুসন্ধানী সাংবাদিকতার এর মাধ্যমে নাগরিক ভোগান্তি, হয়রানি, সেবাখাতের সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরে দুর্নীতিবিরোধী আন্দোলনকে আরো বেগবান করার আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ দেশের দুর্নীতি রোধকল্পে সনাকের দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে অধিকতর সম্পৃক্ত থেকে আন্দোলনকে আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here