শেরপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

0
480

শেরপুর থেকে আবু হানিফ : ভালোবাসা’ এ প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস এবং প্রতিষ্ঠাতা জ্বীন হেনরী ডুনান্টের ১৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে শহরের মাধবপুরস্থ জেলা রেডক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে জাতীয় ও রেডক্রিসেন্ট পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন রেডক্রিসেন্ট জেলা ইউনিট ও জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। ওইসময় রেডক্রিসেন্ট জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, নির্বাহী সদস্য এডভোকেট রফিকুল ইসলাম আধার, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান বায়েযীদ হাসান, জেলা রেড ক্রিসেন্টের উপ-পরিচালক হায়দার আলীসহ বিভিন্ন শিা প্রতিষ্ঠানের শিার্থী, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও রেডক্রস, রেডক্রিসেন্টের সদস্যদের অংশগ্রহণে র‌্যালিটি কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে রেড ক্রিসেন্টে কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা শেষে সিভিল সার্জন ডাঃ রেজাউল করিমকে সাথে নিয়ে জেলা সদর হাসপাতালে রোগীদের মাঝে খাদ্য বিতরণ করেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here