প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে যাচ্ছেন ডাকসু ভিপি নুর

0
312

খবর৭১ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গণভবনে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু’র নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর।

শনিবার (১৬ মার্চ) বিকেল ৪টায় গণভবনে যেতে ডাকসু’র নবনির্বাচিত ভিপি, জিএসসহ কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনে বিজয়ীদের আমন্ত্রণ জানানো হয়।

ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর বলেন, প্রধানমন্ত্রীর একজন একান্ত সহকারী ফোন করে গণভবনে যেতে প্রধানমন্ত্রীর আমন্ত্রণের কথা জানান।

কোটা সংস্কার আন্দোলনকারীদের প্যানেল বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে নির্বাচিত ডাকসু’র এই নতুন নেতা বলেন, তিনি আমাদের সবার প্রধানমন্ত্রী। আমাদের সেখানে যাওয়া উচিত এবং আমরা যাবো।

ডাকসু’র সমাজসেবা সম্পাদক পদে জয়ী আখতার হোসেনও যাবেন বলে জানান তিনি।

কোটা আন্দলনকারীদের প্যানেল থেকে নির্বাচিত ডাকসু’র ২৫টি পদের মধ্যে ডাকসু’র ২৫টি পদের মধ্যে জিএস গোলাম রাব্বানী ও এজিএস সাদ্দাম হোসেনসহ ২৩টি পদে জিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সরকার সমর্থক সংগঠন ছাত্রলীগ। একই সঙ্গে ছাত্রলীগ থেকে নির্বাচিতরাও প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে যাচ্ছেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here