নড়াইলে প্রতিমা নির্মাণ শিল্পিকে হাতুড়ী পেটা, সদর সার্কেল মেহেদী হাসান’র, ঘটনাস্থল পরির্শন’র পর থানায় মামলা দায়ের!

0
263

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে প্রতিমা নির্মাণ শিল্পিকে হাতুড়ী পেটা সদর সার্কেল মেহেদী হাসান’র, ঘটনাস্থল পরির্শন’র পর থানায় মামলা দায়ের! নড়াইলের কলাগাছি পূজা মন্ডবের দুর্গাপুজার প্রতিমা নির্মান শিল্পি প্রতাপ সরকারকে সোমবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে হাতুড়িপেটা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে,পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কলাগাছি মালোপাড়া সার্বজনীন পূজা মন্ডবের প্রতিমা নির্মাণ শিল্পি দীলিপ সরকারের ছেলে প্রতাপ সরকার একই গ্রামের গোবিন্দ দাসের বাড়িতে দুর্গাপুজার প্রতিমা নির্মাণ শেষে রং তুলি দিয়ে কারুকাজ করছিলেন। এমন সময় ওই মন্ডবের ডেকোরেশনের দায়ীত্বে থাকা ইসহাক মোল্যার ভাগ্নে আবু মোল্যার সাথে প্রতিমার রং তুলির কাজের বিলম্ব নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাতে প্রতাপ মন্দির থেকে কাজ করে কলাগাছি বাজারে যাওয়ার পথে আবু মোল্যা হাতুড়ি দিয়ে প্রতাপকে বেধড়ক মারপিট করে। এলাকাবাসী আহত অবস্থায় প্রতাপকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় তার পিতা দীলিপ সরকার বাদী হয়ে মঙ্গলবার বিকালে থানায় মামলা দায়ের করেছেন। খবর পেয়ে নড়াইলের সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদী হাসান, ঘটনাস্থল পরির্শন করেন। এ ঘটনায় থানার অফির্সাস ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস মামলার বিষয়টি নিশ্চিত করে নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে, জানান, অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here